কোডশেফ নভেম্বর ২০১২

মীর ওয়াসি আহমেদ | নভেম্বর ১২, ২০১২

কোডশেফ নভেম্বর ২০১২ কনটেস্ট শেষ! আর পূর্বঘোষণা অনুযায়ী এবার প্রথম পাঁচজনকে পুরষ্কার দেব আমরা। তার আগে শীর্ষদশ দেখা যাকঃ

  • এফ এ রেজাউর রহমান চৌধুরী (বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়) (Global rank - 37),
  • মোঃ আশরাফুল ইসলাম (জাহাংগীরনগর বিশ্ববিদ্যালয়),
  • প্রত্যয় মজুমদার (বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়),
  • মোহাম্মদ হাফিজ উদ্দিন (বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়),
  • প্রসেনজিত বড়ুয়া লিংকিন (বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়),
  • পল্লব গাইন (নর্থসাউথ বিশ্ববিদ্যালয়),
  • আশিকুল মোস্তফা (বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়),
  • সাকিব হাসান সৌর (বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়),
  • মমন্থ মাসহাক মন্ময় (ঢাকা বিশ্ববিদ্যালয়),
  • বিধান রায় (ঢাকা বিশ্ববিদ্যালয়),

প্রথম তিনজনের জন্যে রয়েছে যথাক্রমে ৩, ২ এবং ১ হাজার টাকা। প্রথম পাঁচজনের জন্যে রয়েছে টি-শার্ট। বাংলাদেশ থেকে এবারের কনটেস্টে অংশ নিয়েছে ১০৭ জন, যা আগের মাসের তুলনায় ৪০ বেশি! আশা করি প্রতি মাসেই আমরা নিজেদেরকে ছাড়িয়ে যাবে এভাবেই। সবাইকে অনেক ধন্যবাদ। বিজয়ী প্রথম পাঁচজনের সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করা হবে।


মীর ওয়াসি আহমেদ

মীর ওয়াসি আহমেদ ২০১১ এর ACM ICPC ঢাকা রিজিওনালের চ্যাম্পিয়ন এবং ২০১২ এর ওয়ার্ল্ড ফাইনালিস্ট। পড়াশুনা করেছেন বুয়েটে সিভিল ইঞ্জিনিয়ারিং এ। বর্তমানে সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছেন গুগলে।