কোডশেফ অক্টোবর ২০১২

মীর ওয়াসি আহমেদ | অক্টোবর ১৫, ২০১২

শেষ হয়ে গেল কোডশেফ অক্টোবর ২০১২ কনটেস্ট! আর বাংলাদেশী শীর্ষ দশে এবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জয়জয়কার। প্রথম দশটি স্থান পেয়েছে

  • মমন্থ মাসহাক মন্ময় (ঢাকা বিশ্ববিদ্যালয়) (Global rank - 28)
  • রাশেদুল হাসান রিজুল (ঢাকা বিশ্ববিদ্যালয়)
  • বিধান রায় (ঢাকা বিশ্ববিদ্যালয়)
  • সাকিব হাসান সৌর (বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়)
  • মেহদী রহমান (ঢাকা বিশ্ববিদ্যালয়)
  • কায়সার আবদুল্লাহ (বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়)
  • মোহাম্মদ হাফিজ উদ্দিন (বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়)
  • প্রসেনজিত বড়ুয়া লিংকিন (বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়)
  • মুহাম্মদ রিদোয়ান (ঢাকা বিশ্ববিদ্যালয়)
  • অনিন্দ্য মজুমদার (জাহাংগীরনগর বিশ্ববিদ্যালয়)

বাংলাদেশ থেকে এবারের কনটেস্টে অংশ নিয়েছে ৬৭ জন! সবাইকে অনেক ধন্যবাদ। বিজয়ী প্রথম পাঁচজনের সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করা হবে।


মীর ওয়াসি আহমেদ

মীর ওয়াসি আহমেদ ২০১১ এর ACM ICPC ঢাকা রিজিওনালের চ্যাম্পিয়ন এবং ২০১২ এর ওয়ার্ল্ড ফাইনালিস্ট। পড়াশুনা করেছেন বুয়েটে সিভিল ইঞ্জিনিয়ারিং এ। বর্তমানে সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছেন গুগলে।