ঢাকা রিজিওনাল ২০১৪ - লাইভ

তারিফ এজাজ | ডিসেম্বর ০৬, ২০১৪

08:35 AM

ACM ICPC রিজিওনালের ঢাকা সাইট থেকে সবাইকে স্বাগতম!

08:40 AM

কনটেস্ট ভেন্যুর প্রায় সব কিছু রেডি বলে মনে হচ্ছে। অবশ্য কোডমার্শালে এখনো দুই ঘণ্টার মত সময় বাকি দেখাচ্ছে।

08:53 AM

একটু আগে কন্টেস্ট রুম থেকে ঘুরে আসলাম। ছবি আপলোড দিচ্ছি তাড়াতাড়ি।

09:01 AM

Contest Room

কন্টেস্ট রুম



09:04 AM

এইমাত্র আমাদের সঙ্গে যোগ দিলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোচ সাইফুল ইসলাম এবং দুইবারের ওয়ার্ল্ড ফাইনালিস্ট ফরহাদ আহমেদ!

09:13 AM

কনটেস্ট শুরু হয়ে গেল একটু আগে!

09:16 AM

র‍্যাংকলিস্ট পাওয়া যাবে কোডমার্শালে: https://algo.codemarshal.com/contests/acm-icpc-2014-dhaka-live/standings

09:19 AM

প্রবলেমসেট এখনো হাতে এসে পৌঁছায়নি। আসামাত্র অ্যানালাইসিস শুরু করা যাবে আশা করি।

09:21 AM

প্রথম প্রবলেম এখনি সলভ হল। প্রবলেম A সফলভাবে সমাধান করেছে ন্যাশনাল তাইওয়ান ইউনিভার্সিটি।

09:25 AM

প্রবলেম B সলভ হল এখন, করেছে JU Assassins।

09:28 AM

DU Avengers ও এখন A করে ফেলেছে।

09:31 AM

প্রবলেম B এর বর্ণনা এরকম: দুইটা সংখ্যা দেয়া থাকবে A এবং B, যেখানে A<=B এবং A,B<=10^18। A থেকে B পর্যন্ত সকল সংখ্যার bitwise AND এবং bitwise OR বের করতে হবে।

09:34 AM

BUET Abacus আর NSU Shinobis এর A মিলানো শেষ। SUST DownToTheWire B সলভ করেছে।

09:36 AM

ন্যাশনাল তাইওয়ান ইউনিভার্সিটির দলের নাম 3e8nm। নামের সঠিক অর্থ দুর্বোধ্য!

09:39 AM

এগারোটি দল এখন পর্যন্ত অন্তত একটি সমস্যা সমাধান করেছে। প্রবলেম A নিঃসন্দেহে কন্টেস্টের সহজতম প্রবলেম। মজার ব্যাপার হচ্ছে JU Assassins এখনো A করেনি।

09:44 AM

দুটি সমস্যা সমাধান করেছে শীর্ষে চলে আসল JU Assassins। দলের সদস্যরা হচ্ছেন নাফিস সাদিক, সুমন ভদ্র এবং অনিন্দ্য মজুমদার।

09:50 AM

শীর্ষ পাঁচটা দল এখন দুইটা করে ফেলেছে। পাঁচটি আলাদা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করছে এই দলগুলো।

09:51 AM

NTU 3e8nm তৃতীয় প্রবলেম সলভ করল, প্রবলেম H।

09:59 AM

SUST_Attoprottoyee v2.0 H সলভ করেছে, এ নিয়ে তাদের সমাধানের সংখ্যা দুই। তারা এখনো A করেনি!

10:06 AM

প্রবলেম A সমাধান করে দ্বিতীয় স্থানে উঠে এসেছে SUST_Attoprottoyee v2.0

10:15 AM

অন্যতম ফেবারিট দল DU Avengers H করে তৃতীয় স্থানে উঠে এলো। এর আগে F এ একটা অসফল প্রচেষ্টা ছিল JU Assassins এর। তারও আগে SUST DownToTheWire I সাবমিট করেছে।

10:18 AM

NTU 3e8nm এর চতুর্থ সমাধান এল - Problem J।

10:33 AM

কোচেস রুমে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হওয়াতে আমরা কিছুক্ষণ আপডেট দিতে পারি নি।NTU 3e8nm ৫টি সমাধান করে শীর্ষে আছে।

10:39 AM

চতুর্থ সমস্যার সমাধান করল DU Avengers, Problem E।

10:39 AM

“ফিজিক্সের প্রবলেম দিয়েছে!” প্রবলেম E নিয়ে ফরহাদ আহমেদের বিস্ময় প্রকাশ।

10:42 AM

২০১৩ সালের ওয়ার্ল্ড ফাইনালিস্ট এবং সাস্ট আত্মপ্রত্যয়ীর সাবেক অধিনায়ক নাফিস আহমেদ আছেন আমাদের সাথে। কোচরা প্রবলেম E এর ব্যবচ্ছেদ করছেন।

10:45 AM

Problem E

সমস্যা E নিয়ে কোচদের গুরুগম্ভীর আলোচনার প্রমাণ!



10:53 AM

SUST_DownToTheWire এবং JU Assassins ৪টি সমাধান করে যথাক্রমে ৩য় এবং ৪র্থ স্থানে রয়েছে।

10:56 AM

বরাবরের মতই কোচরুমে উত্তেজিতভাবে পায়চারি করছেন হাসনাইন হেইকেল জামি। ] DU Avengers সম্পর্কে তার অনুভূতি জানতে চাওয়া হলে তিনি আশাবাদ প্রকাশ করে বলেন, বর্তমান ফর্ম ও গতি ধরে রাখতে পারলে তাদের যথেষ্ট সম্ভাবনা আছে।

11:00 AM

BUET Onion J করে ৪টি সঠিক সমাধান করে ৪র্থ স্থানে উঠে এসেছে।

11:01 AM

মুহাম্মদ হেদায়েতুল ইসলাম সুদূর অস্ট্রেলিয়া থেকে জানালেন 3e8 হল আলোর গতিবেগ! পদার্থবিদ্যা আমাদের পিছু ছাড়ছে না!

11:03 AM

শীর্ষস্থান প্রত্যাশিত দলগুলোর নাম ও তার সদস্যদের নাম:

  • DU Avengers - মোহাম্মদ রিদোয়ান, রাশেদুল হাসান, বিধান রায়
  • SUSTDownToTheWire - আবদুল্লাহ আল মারুফ, সাকিবুল মওলা, ধনঞ্জয় বিশ্বাস
  • BUET Onion - সাদিয়া নাহরিন, কায়সার আবদুল্লাহ, সাকিব শাফায়েত
  • JUAssassins - নাফিস সাদিক, সুমন ভদ্র, অনিন্দ্য মজুমদার
  • SUST_Attoprottoyee v2.0 - ইমতিয়াজ শাকিল, সৈয়দ শাহরিয়ার মঞ্জুর, রুম্মান মাহমুদ
  • NSU Shinobis - আহমাদ ফাইয়াজ, আরমান কামাল, মোহাম্মদ সামিউল ইসলাম

11:05 AM

চারটি দল প্রবলেম J সমাধান করেছে। ফরহাদ আহমেদের মতে এটি একটি “সিম্পল” Combinatorics প্রবলেম।

11:19 AM

খেলা জমল বলে! SUST Attoprottoyee v2.0 J সমাধান করে ৫ম সাথে উঠে এসেছে!

11:28 AM

এখন পর্যন্ত যে পাঁচটি সমস্যার সমাধান হয়েছে সেগুলোর ক্যটাগরি সংক্ষেপে নিম্নরূপ: প্রবলেম A - অ্যাডহক

প্রবলেম B - সিম্পল ম্যাথ

প্রবলেম E - জিওমেট্রি, বাইনারি সার্চ

প্রবলেম H - ডিপি, অ্যাডহক

প্রবলেম J - কম্বিনেটরিক্স

11:28 AM

আপনারা যারা জানেন না, তাদের জন্যে - আজকের কন্টেস্ট এর র‍্যাঙ্কলিস্ট ফ্রিজ হবে না। তার মানে কন্টেস্ট শেষ হবার সাথে সাথে আমরা বিজয়ী দলের নাম জানতে পারব। যতদূর মনে পড়ে ২০০৮ সালের রিজিওনালেও র‍্যাঙ্কলিস্ট ফ্রিজ করা হয় নি।

11:30 AM

SUST_DownToTheWire ৫টি করে ২য় স্থানে উঠে এসেছে! এবং এরই সাথে আমি (ওয়াসি) কোচ রুমের অন্যদের সাথে একটি বাজি জিতে গিয়েছি!

11:33 AM

SUST_DownToTheWire এর ধনঞ্জয় বিশ্বাস প্রবলেম I চেষ্টা করছে বলে ধারণা করছেন নাফিস আহমেদ। এই প্রবলেমটি সমাধান হলে নিশ্চিতভাবে অন্যান্য দলগুলির মধ্যে ত্রাসের সঞ্চার হবে!

11:40 AM

নবম স্থানে থাকা SUST_Shotodol এর সদস্যরা দ্বিতীয় বর্ষের শিক্ষার্থি। এই দলে আছেন সুদীপ্ত চন্দ্র, তাহমিদ হোসেন এবং বিশ্বজিত পুরকায়স্থ।

11:43 AM

DU Avengers এখনো J করেনি। প্রবলেমটা তাদের আওতায় আছে অবশ্যই, কিন্তু প্রবলেমের বর্ণনাটি কিছুটা ঘোলাটে।

11:45 AM

[NTU] 3e8nm আরো দুটি প্রবলেম F এবং I চেষ্টা করছে। এখন পর্যন্ত দুইটাতেই Wrong Answer হয়েছে।

11:49 AM

DU Assassins এরও একই অবস্থা। তারা E এবং F তে যথাক্রমে তিনটা ও দুইটা বর্থ্য সাবমিশন করেছে। এর কোনটা মিলে গেলে তারা লাফ দিয়ে উপরে উঠে যাবে!

1:50 AM

সপ্তম স্থানে থাকা BUET Meow দলের সদস্যরা হলেন ফাহিম জুবায়ের, সাদিয়া আতিক এবং মোহাম্মদ উল্লাহ ফারসিদ।

11:58 AM

NTU 3e8nm I করে ফেলেছে। ৬ টি সমাধান করে এককভাবে শীর্ষে এখন তারা।

11:59 AM

নর্থ সাউথ ইউনিভার্সিটির কোচ মীর ওয়াসি আহমেদের মতে NSU Shinobis এর I এবং E করার সামর্থ্য আছে।

12:01 PM

NTU 3e8nm এর সদস্যা হলেন Chen-Hao Chang (Codeforces cchao), Chun Sen-Kuo এবং Tsung-Hsing Lin (TopCoder: tcps195283)।

12:06 PM

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালের কোচ মোহাম্মদ সাইফুল ইসলাম জানালেন, SUST_Attoprottoyee v2.0 সাধারণত নিজেরাই প্রবলেমের জটিলতার ভিত্তিকে সমস্যাগুলোকে সাজিয়ে নেন এবং অন্যদের সমাধান সংখ্যার উপর খুব একটা নির্ভর করেন না। তাদের এখন E এবং F করা উচিৎ বলে তিনি মনে করছেন।

12:12 PM

কিছুক্ষণ আগে কোচরুমে উপস্থিত হয়েছেন দুর্ধর্ষ DU Resonance এর সদস্য আনা ফারিহা।

12:18 PM

BUET Meow এবং DU Fat Chance ৪টি প্রবলেম সল্ভ করে ৭ম এবং ৮ম স্থানে আছে।

12:21 PM

DU Avengers J করে ২য় স্থানে উঠে এসেছে। কোচ রুমে DU এর প্রতিনিধিদের মধ্যে উল্লাস লক্ষ্য করা গেল!

12:22 PM

Trophy

এবারের বিজয়ী দল পেতে যাচ্ছে এই সুন্দর ট্রফিটি!



12:23 PM

SUST_Attoprottoyee v2.0 ৫টি করে ৪র্থ স্থানে উঠে এসেছে।

12:29 PM

BUET Abacus এবং SUST_4004 ৪টি সমাধান করে Top-10 এ ঢুকে পড়েছে।

12:35 PM

DU Avengers আর SUST DownToTheWire এর মধ্যে পেনাল্টি পার্খক্য মাত্র এক। এদিকে ঠিক গতবারের আচরণের পুনরাবৃত্তি দেখা যাচ্ছে আত্মপ্রত্যয়ীদের। তারা প্রতিটা প্রবলেম সলভ করতে আপাতদৃষ্টিতে সামান্য বেশি সময় নিলেও তারা সাবমিশনে সমস্যাগুলো সলভ করছে।

12:47 PM

SUST_DownToTheWire ৬টি করে ২য় স্থানে উঠে এসেছে!

12:49 PM

DU Avengers এ খুব তাড়াতাড়ি (১৬ মিনিটের মাঝে) আরেকটি করতে হবে যদি ৬টি করে SUST এর উপরে যেতে চায়।

12:52 PM

Chart

এখন পর্যন্ত সল্ভ হওয়া প্রবলেম গুলোর ফ্রিকোয়েন্সি নিয়ে বার চার্ট।



12:54 PM

আমাদের সঙ্গে এখন আছেন দুইবারের ওয়ার্ল্ড ফাইনালিস্ট প্রসেনজিৎ বড়ুয়া লিংকিন!

01:00 PM

অবশেষে চারটি সমস্যা সমাধান করেছে NSU Shinobis, তাদের অবস্থান এখন সপ্তম। আনঅফিসিয়ালি অংশগ্রহণ করে দ্বাদশ অবস্থানে রয়েছে আইওআই এর দল।

01:04 PM

সপ্তমবারের চেষ্টায় JU Assassins এর E Accepted হলো। তারা এখন ৫ম স্থানে।

01:06 PM

BUET Abaus অন্যতম ফেবারিট দল BUET Onion এর উপরে চলে গেছে। বিশ্ববিদ্যালয় র‍্যাঙ্কিং এ BUET ৫ম অবস্থানে আছে।

01:07 PM

JU Assassins প্রবলেম C তে TLE খেল একটু আগে!

01:08 PM

বিশ্ববিদ্যালয় র‍্যাঙ্কিং:

  1. NTU
  2. SUST
  3. DU
  4. JU
  5. BUET
  6. NSU
  7. MIST
  8. CUET
  9. HMDSTU
  10. KUET

01:11 PM

DU Avengers এ জিততে হলে কমপক্ষে ৭টি করতেই হবে।

01:13 PM

স্বাগতিক বিইউবিটির BUBTIllusion দলটি তিনটি সমস্যার সমাধান করে বর্তমানে ৩২ তম অবস্থানে আছে। এছাড়াও তাদের আরেক দল BUBTProtikkhito একটা করতে পেরেছে।

01:15 PM

“আমাদের (SUST) তো কনফার্ম হয়ে গিয়েছে!” - নাফিস আহমেদের (আস্ফালন?) উক্তি।

01:16 PM

মোট দলগুলোর মাত্র ৫২% কমপক্ষে একটি সমস্যা সমাধান করেছে। এমনটা আগে দেখা গেছে বলে মনে পড়ে না। কোটার বিষয়টি এর উপরেও নির্ভর করে।

01:30 PM

DU Avengers জিতবে বলে শাফায়েত আশরাফের দৃঢ বিশ্বাস!

01:33 PM

BUET Abacus এ সদস্যরা হচ্ছেন: মইনুল হাসান, রাজু আহমেদ এবং সাকিব আহমেদ। MIST ENDLESS_CODE এ আছেন মিনহাজুল আরিফিন, আসিফ মাহমুদ এবং আশফাক আহমেদ।

01:39 PM

BUET Onion E হলো শেষমেশ!

01:41 PM

Coach Room

কোচদের রুমে টানটান উত্তেজনা!



01:45 PM

SUST_Attoprottoyee v2.0 প্রথম দল হিসেবে C করেছে! Unique problem সল্ভ করার যে বৈশিষ্ট্য v1.0 এর ছিল তা এদের মধ্যেও আছে!

01:47 PM

IOI unofficial team ৫ম প্রবলেম সল্ভ করে Top 10 এ ঢুকে পড়েছে!

01:55 PM

JU Assassins C করে ৪র্থ স্থানে উঠে এলো! আর কি পারবে তারা? আমরা কি কোন শেষ মুহূর্তের চমক দেখতে পারব?

01:58 PM

কোচরূমে জোরালো হাততালি, শাহজালালের জন্য!

01:59 PM

SUST DownToTheWire ৭ম সমস্যা সমাধান করে World Finals এ qualification এক রকম নিশ্চিত করে ফেলল!

02:02 PM

কন্টেস্টের আর দশ মিনিট মত বাকি, শীর্ষ দশে ঢুকে পড়ল [BUET] Hat-tima-tim-team!

02:08 PM

আর তিন মিনিট পরে BUET এর ১৭ বছরের streak ভাঙতে যাচ্ছে। BUET বাইরের কোথাও registration করেনি।

02:12 PM

কনটেস্ট শেষ! SUST DownToTheWire চ্যাম্পিয়ন!

02:13 PM

BUBT এর আকাশে বাতাসে সাস্টিয়ানদের বিজয়োল্লাস!

02:15 PM

দুই মিনিট বাকি থাকতে BUET Onion ছয়টা করে পঞ্চম স্থানে উঠে এসেছিল!

02:17 PM

আমরা এখন কন্টেস্টের কিছু ছবিটবি নিতে পারি কিনা দেখছি! :)

Dhananjoy

ধনঞ্জয় বিশ্বাস




তারিফ এজাজ

উইকিমিডিয়া বাংলাদেশের অন্যতম প্রতিষ্ঠাতা এবং নির্বাহী কমিটির সদস্য। ২০১২ সালের ACM ICPC কানপুর রিজিওনালে ষষ্ঠ স্থান অধিকারী। কম্পিউটার বিজ্ঞান নিয়ে পড়াশুনা করেছেন নর্থ সাউথ ইউনিভার্সিটিতে। বর্তমানে কর্মরত আছেন মুক্ত সফটওয়্যার লিমিটেড এ।