ACM ICPC ঢাকা রিজিওনাল ২০১৩ এর তারিখ ঠিক হয়েছে। আগামী নভেম্বর এর ৩০ তারিখ মূল কন্টেস্ট। নভেম্বর এর ১৬ তারিখ অনুষ্ঠিত হবে প্রিলিমিনারি কন্টেস্ট। রেজিস্ট্রেশন শুরু হবে আগামী ১লা অক্টোবর ২০১৩ এবং শেষ সময় - ৩০ অক্টোবর ২০১৩। দক্ষিণ এশিয়ার সকল রিজিওনাল এর সময়সূচী এবং বিস্তারিত বিবরণ নিয়ে লিখেছেন আহমদ ফাইয়াজ।
ACM আন্তর্জাতিক কলেজিয়েট প্রোগ্রামিং কন্টেস্ট (ACM ICPC) হচ্ছে অ্যাসোসিয়েশন ফর কম্পিউটার মেশিনারিজ (ACM) এর আয়োজিত একটি বার্ষিক আন্তঃবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতা। গতবছর পুরো পৃথিবীর ৯১টা দেশের ২,৩২২ টি বিশ্ববিদ্যালয় থেকে ২৯,৪৭৯ জন কন্টেস্ট্যান্ট এই প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতার প্রাথমিক পর্বে পুরো পৃথিবী জুড়ে রিজিওনাল কন্টেস্ট অায়োজন করা হয় এবং সেখান থেকে সেরা দলগুলো আমন্ত্রণ পায় ওয়ার্ল্ড ফাইনালসে চ্যাম্পিয়নশিপ ট্রফির জন্য প্রতিযোগিতায়।
আগামী ওয়ার্ল্ড ফাইনালস অনুষ্ঠিত হবে রাশিয়ায় ইউরাল ফেডারেল ইউনিভার্সিটিতে।
দক্ষিণ এশিয়ার রিজিওনালগুলো
২০১৩ সালের ঢাকা এবং দক্ষিণ এশিয়ার অন্য রিজিওনালগুলোর তথ্য নিচে দেয়ে হলো। ICPC এর নিয়ম অনুযায়ী কোন দল দুটোর বেশি রিজিওনালে অংশ নিতে পারবে না।
# | ঢাকা | অমৃতাপুরী | কানপুর | খড়গপুর |
---|---|---|---|---|
আয়োজক | নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় | অমৃতা বিশ্ববিদ্যালয় | IIT কানপুর | IIT খড়গপুর |
প্রিলিমিনারি কন্টেস্ট | নভেম্বর ১৬ | অক্টোবর ২৩ | অক্টোবর ১৯ | নভেম্বর ২ |
অনসাইট কন্টেস্ট | ৩০ নভেম্বর | ডিসেম্বর ১৮-১৯ | ডিসেম্বর ১২-১৩ | ডিসেম্বর ১৪-১৫ |
রেজিস্ট্রেশন শুরু | অক্টোবর ১ | - | সেপ্টেম্বর ৭ | অগাস্ট ৫ |
রেজিস্ট্রেশন শেষ | অক্টোবর ৩০ | অক্টোবর ২৩ | অক্টোবর ৯ | অক্টোবর ২৬ |
রেজিস্ট্রেশন ফি | ৫,৫০০ টাকা | ১৫০ ডলার | - | - |
রেজিস্ট্রেশন লিঙ্ক | লিংক | লিংক | লিংক | লিংক |