ICPC ইনফরমেশন

আহমদ ফাইয়াজ | অক্টোবর ২৫, ২০১৪
ACM ICPC ঢাকা রিজিওনাল ২০১৪ এর তারিখ ঠিক হয়েছে। আগামী ডিসেম্বর এর ৬ তারিখ মূল কন্টেস্ট। নভেম্বর এর ১ তারিখ অনুষ্ঠিত হবে প্রিলিমিনারি কন্টেস্ট। রেজিস্ট্রেশনের শেষ তারিখ অক্টোবর ২৮। ঢাকা রিজিওনাল এর সময়সূচী এবং বিস্তারিত বিবরণ নিয়ে লিখেছেন আহমদ ফাইয়াজ।

ACM ICPC

ওয়ার্ল্ড ফাইনালস ২০১৩, সেইন্ট পিটার্সবার্গ। ফটো কার্টেসি - ICPC News।



ACM আন্তর্জাতিক কলেজিয়েট প্রোগ্রামিং কন্টেস্ট (ACM ICPC) হচ্ছে অ্যাসোসিয়েশন ফর কম্পিউটার মেশিনারিজ (ACM) এর আয়োজিত একটি বার্ষিক আন্তঃবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতা। প্রতিযোগিতার প্রাথমিক পর্বে পুরো পৃথিবী জুড়ে রিজিওনাল কন্টেস্ট আয়োজন করা হয় এবং সেখান থেকে সেরা দলগুলো আমন্ত্রণ পায় ওয়ার্ল্ড ফাইনালসে চ্যাম্পিয়নশিপ ট্রফির জন্য প্রতিযোগিতায়।

আগামী ওয়ার্ল্ড ফাইনালস অনুষ্ঠিত হবে মরক্কোতে ২০১৫ সালে।

২০১৪ ওয়ার্ল্ড ফাইনালে বাংলাদেশ থেকে বুয়েট এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ‍্যালয় থেকে দুটি দল অংশগ্রহণ করে। বুয়েট প্রতিযোগীতায় ১৯ তম অবস্থান লাভ করে।

মুল কনটেস্টে অংশগ্রহণের জন‍্য প্রিলিমিনারি কনটেস্টে প্রথমে নির্বাচিত হতে হবে। প্রিলিমিনারি কন্টেস্টে যত বেশি দল অংশ নেবে বাংলাদেশ থেকে ২ বা তার থেকে বেশি দলের ওয়ার্ল্ড ফাইনালে অংশ নেবার সংখ‍্যা তত বেড়ে যাবে। এছাড়া এটা বাংলাদেশের সেরা কনটেস্টেন্টদের সাথে প্রতিযোগীতা করার সূবর্ণ সুযোগ। তাই প্রতিটি বিশ্ববিদ‍্যালয়ের কোচকে অনুরোধ করা হচ্ছে যত সম্ভব বেশি টিম রেজিস্ট্রেশন করার জন‍্য। প্রিলিমিনারি কনটেস্ট করার জন‍্য কোন কনটেস্ট ফি দেবার প্রয়োজন নেই।

ঢাকা রিজিওনাল ২০১৪ এর সময়সূচী

  • রেজিস্ট্রেশন শুরু: সেপ্টেম্বর ২৫
  • রেজিস্ট্রেশন শেষ : অক্টোবর ২৮
  • অনলাইন কনটেস্টের আইডি এবং পাসওয়ার্ড দেয়া হবে: অক্টোবর ৩০
  • অনলাইন মক কনটেস্ট: অক্টোবর ৩১
  • অনলাইন কনটেস্ট: নভেম্বর ১
  • নির্বাচিত দলের তালিকা প্রকাশ: নভেম্বর ৭
  • কনটেস্ট ফি দেবার শেষ দিন: নভেম্বর ১৮
  • মক কনটেস্ট এবং কিট সংগ্রহ: ডিসেম্বর ৫
  • অনসাইট কনটেস্ট: ডিসেম্বর ৬

রেজিস্ট্রেশন লিংক এবং বিস্তারিত তথ‍্য: http://bubt-cse.edu.bd/


আহমদ ফাইয়াজ

প্রোগক্রিয়া টিম এর সদস্য। বর্তমানে মেটার লন্ডন অফিসে এ সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত।