২১ দিনে প্রোগ্রামিং শেখা আসলে সম্ভব না। চমৎকার প্রোগ্রামার হবার জন্য প্রয়োজন প্রচুর সময় নিয়ে স্বেচ্ছাকৃত অনুশীলন। কিভাবে নিজেকে দশ বছর সময়ের মধ্যে একজন চমৎকার প্রোগ্রামারে পরিণত করা যায় সেটা নিয়ে লিখেছেন গুগলের ডিরেক্টর অফ রিসার্চ - পিটার নরভিগ। পিটার নরভিগের অনুমতিক্রমে লেখাটা বাংলায় অনুবাদ করেছেন ইকরাম মাহমুদ।