তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এক জমজমাট প্রতিযোগিতা ছিল এই বছরের ঢাকা রিজিওনাল। র্যাংকলিস্ট ফ্রিজ করার সময় ছয়টা শীর্ষ দলের ছিল সমান সংখ্যক প্রবলেম সলভড এবং শেষ এক ঘন্টায় বিশাল পরিবর্তন ঘটে শীর্ষ তিনে। ঢাকা রিজিওনাল নিয়ে লিখেছেন মীর ওয়াসি আহমেদ।
২০১৩ এর ACM ICPC ঢাকা রিজিওনালের আপডেট নিয়ে লাইভ মাইক্রো-ব্লগিং করেছেন তারিফ এজাজ। তার সব পোস্টগুলোর সংকলন আমরা Progক্রিয়ায় প্রকাশ করছি।
সেইন্ট পিটার্সবার্গে আয়োজিত ২০১৩ এর ACM ICPC ওয়ার্ল্ড ফাইনালসে পৃথিবীর সেরা ১২০টি দলের মধ্যে ছিলো বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের দুটো দলের ACM ICPC এর চূড়ান্ত প্রতিযোগীতার অভিজ্ঞতা নিয়ে লিখেছেন শাফায়েত আশরাফ।